সিলেট: উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্দোলনরত শিক্ষকদের বাধার মুখে পণ্ড হয়ে গেছে সিন্ডিকেট সভা।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টায় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা আহ্বান নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছেন শিক্ষক নেতারা। সর্বশেষ রাত ৮টা পর্যন্ত উপাচার্য ভবন ঘেরাও করে রাখেন আন্দোলনরত শিক্ষকরা।
পূর্বঘোষিত সিন্ডিকেট সভা নিজ কার্যালয়ে করতে না পেরে নিজ বাসভবনে সিন্ডিকেট সভা আহবান করছেন উপাচার্য- এমন খবর পেয়ে আন্দোলনরত শিক্ষকরা তার বাসভবন ঘেরাও করে রাখেন।
আন্দোলনকারী শিক্ষক মো. ফারুক উদ্দিন জানান, উপাচার্যকে বিদায় জানাতেই আমরা বাসভবনে এসেছি।
এসময় উপাচার্য বেরিয়ে এসে আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশে বলেন, সরকার চাইলে আমি পদত্যাগ করব, অন্যথায় করব না বলে তিনি বাসভবনের ভেতরে চলে যান।
এসময় আন্দোলনকারীরা ভিসিকে ‘শাবির কলঙ্ক’ বলে শ্লোগান দেয়। পরে শিক্ষকদের বাধার মুখে সিন্ডিকেট স্থগিত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া বাংলানিউজকে বলেন, সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে। কবে সভা হবে জানতে চাইলে তিনি বলেন, যত দ্রুত সম্ভব সভা হবে।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
কেএইচ