ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

একাদশে ভর্তি সংকট কাটাতে মন্ত্রীর জরুরি বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
একাদশে ভর্তি সংকট কাটাতে মন্ত্রীর জরুরি বৈঠক

ঢাকা: দেশজুড়ে একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজে ভর্তি সংকট কাটাতে জরুরি বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রীর হেয়ার রোডের বাসায় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান ছাড়াও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত রয়েছেন।

শনিবার (০৪ জুলাই) দুপুরে বৈঠকটি শুরু হয়।

দেশজুড়ে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম নিয়ে চলা সংকটের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় ভর্তি প্রক্রিয়া শেষ হলেও দু’দিন বাড়িয়ে ভর্তি শেষ করা যায়নি। এখন পর্যন্ত কলেজে ভর্তির বাইরে আছে দুই লাখেরও বেশি শিক্ষার্থী। শিক্ষা বোর্ডগুলোতে দিন দিন জমা পড়ছে অভিযোগের আবেদন।

এসব সমস্যার খুঁজতে বৈঠকে করণীয় নির্ধারণ করবেন শিক্ষামন্ত্রী। শিক্ষাসচিব বৈঠকের বিষয়ে বাংলানিউজকে জানালেও বিস্তারিত বলেননি।

চার দফা পিছিয়ে গত ২৮ জুন একাদশে ভর্তির মনোনীতদের প্রথম তালিকা প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। এতে ১১ লাখ ৫৭ হাজার ২২৪ জন প্রার্থীর মধ্যে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ জন মনোনীত হয়।

প্রার্থীদের অন্য বিভাগে মনোনয়ন, বিভাগ না থাকলেও সেই কলেজে মনোনয়ন- এরকম নানা সমস্যা রয়েছে।

বুয়েটের ‘আইআইসিটি’ অনলাইন ভর্তি প্রক্রিয়ায় ঢাকা শিক্ষা বোর্ডকে কারিগরি সহায়তা দিচ্ছে। শিক্ষাসচিবসহ সংশ্লিষ্টরা বুয়েটে কাজ করছেন অবিরাম।

আগামী ৬ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের আগে বৈঠকে এসব সমস্যার করণীয় নির্ধারণ করে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।

এসব বিষয়ে একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ মুখ খুলতে চাননি।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।