ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হামলার ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

অন্তু ওয়াহিদ, জাককানইবি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
হামলার ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

জাককানইবি (ত্রিশাল): ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ছাত্র-ছাত্রীদের ওপর স্থানীয় বখাটেদের হামলার ঘটনায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।



এ সময় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ৩ জুলাই তুচ্ছ  ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১০-১১ শিক্ষার্বষের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয় বখাটেরা।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ২৭ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।