বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্যোগে তিন দিনব্যাপী মৎস্য প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
জাতীয় মৎস্য মেলা-২০১৫ উপলক্ষে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন- ধর্মমন্ত্রী মতিউর রহমান।
শনিবার (০১ আগস্ট) সকাল ১১টার দিকে মৎস্য প্রযুক্তি মেলার উদ্বোধন উপলক্ষে বিএফআরআই মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএফআরআই এর মহাপরিচালক মোহাম্মদ জাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধর্মমন্ত্রী মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাকৃবি উপচার্য অধ্যাপক ড. আলী আকবর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাকৃবি রিসার্স সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. লুৎফুল হাসান, মৎস্য অধিদপ্তরের পরিচালক এম আই গোলদার, বিএফআরআইয়ের পরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ ও বিএফআরআইয়ের স্বাদুপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খলিলুর রহমান।
মেলায় বিএফআরআই ছাড়াও বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদ, বিভিন্ন এনজিও, সংস্থা, মৎস্য হ্যাচারি, মৎস্য খামার, ফিস ফিড কোম্পানি এবং অ্যাকোয়া প্রোডাক্টস বাজারজাতকারী প্রতিষ্ঠানের ১৭টি স্টল অংশ নিয়েছে। মেলা শেষ হবে সোমবার।
এদিকে, একই দিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিএফআরআই এর আয়োজনে ময়মনসিংহ শহরের জয়নুল আবেদিন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদে রুই মাছের পোনা অবমুক্ত করেন ধর্মমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এমজেড/