ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবি’র প্রথম সমাবর্তন ১৬ নভেম্বর

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
শেকৃবি’র প্রথম সমাবর্তন ১৬ নভেম্বর সংগৃহীত

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রথম সমাবর্তন হবে ১৬ নভেম্বর

মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে সমাবর্তনের এ দিনক্ষণ নির্ধারিত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম

বিবৃতিতে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ সনের ৪৬ নং আইনের ধারা ৯ এর সংশোধনে ২ ধারা মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ ১৬ নভেম্বর বিকেল ৩.০০ টায় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন

এদিকে সমাবর্তন ঘিরে শেকৃবি ক্যাম্পাসে এখন সাজসাজ রব চলছেপ্রস্তুতিতে ব্যস্ত বিশ্ববিদ্যালয়ে প্রশাসনপ্রথম সমাবর্তন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে তাই প্রবল উত্তেজনা

উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সমাবর্তন আয়োজন করা হচ্ছেদুই একদিনের মধ্যে পত্রিকায় সমাবর্তনের বিজ্ঞপ্তি দেওয়া হবে

২০০১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে সমাবর্তন আয়োজনের চেষ্টা করা হলেও তা রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রশাসনের উদাসনতায় ভেস্তে যায়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।