বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ০৬ শতাংশ।
রোববার (৯ আগস্ট) বেলা ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মোতালেব হাওলাদার বোর্ডের সভাকক্ষে এ ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, এ বছর বরিশাল বিভাগে পাসের হার ৭০ দশমিক ০৬ শতাংশ। যা গত বছর ছিল ৭১ দশমিক ৭৫ শতাংশ।
এ বছর এ বিভাগের ৩০১টি কলেজের ১০৯টি কেন্দ্রে ৫৬ হাজার ৬৮০ জনের মধ্যে পরীক্ষা দেয় ৫৫ হাজার ৮০৪ জন। এর মধ্যে ৩৯ হাজার ৯৭ জন পাস করেছে।
যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৯ জন। গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ২২৫।
গত বছরের মতো এ বছরও ছেলেদের চেয়ে মেয়েদের ফলাফল তুলনামূলক ভালো। ২৭ হাজার ৮৮২ জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৭ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পাস করেছে ২০ হাজার ১১৯ জন ও জিপিএ-৫ পেয়েছে ৬৫৯ জন। তাদের পাসের হার ৭৩ দশমিক ১৬ শতাংশ।
২৮ হাজার ৭৯৮ ছাত্রের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৮ হাজার ৩০৫ জন। এর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৯৭৮ জন ও জিপিএ-৫ পেয়েছে ৬৬০ জন। এক্ষেত্রে পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ।
বরিশাল ক্যাডেট কলেজসহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পাস করেছে। এছাড়া ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য।
এদিকে, এ বছর প্রথমবারের মতো সেরা স্কুলের কোনো তালিকা প্রকাশ করা হয়নি।
পাশের হার কমে যাওয়ার বিষয়ে বোর্ডের সচিব আব্দুল মোতালেব হাওলাদার জানান, সৃজনশীল পদ্ধতি ও নতুন করে আইসিটি সাবজেক্ট সংযোজন করায় এ বছর পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কিছুটা কমে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসআই