বগুড়া: এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারে পিছিয়ে পড়েছে বগুড়ার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শতভাগ পাসের তালিকায় নেই এসব প্রতিষ্ঠানের নাম।
তবে জিপিএ-৫ এর দিক দিয়ে শীর্ষে রয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
কলেজগুলোর সূত্রে জানা গেছে, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ২৫৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের সবাই পাস করেছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০১ জন। এছাড়া মানবিক বিভাগে ৫৫ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৫ জন।
আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৩০১ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮২ জন। মানবিক বিভাগে ৮২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৫ জন আর ব্যবসায় শিক্ষায় ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২০ জন।
পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১৬৭ জন এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থীদের সবাই পাস করেছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২১ জন। মানবিক বিভাগে ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ জন আর ব্যবসায় শিক্ষা থেকে ৪২ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন।
এদিকে, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে মোট ১ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৫৭৯ জন পাস করেছেন। আর জিপিএ-৫ পেয়েছেন মোট ৭১১ জন। পাসের হার ৯৭ শতাংশ।
বিজ্ঞান বিভাগের ৯৫০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮৯ জন, মানবিক বিভাগের ৩১১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন আর ব্যবসায় শিক্ষায় ৩৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন।
অপরদিকে, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ৭১৫ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৭১ জন। পাসের হার ৯৯ দশমিক ৮৬ শতাংশ।
বিজ্ঞান বিভাগের ৪২৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৩০ জন, মানবিক বিভাগের ৯৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন আর ব্যবসায় শিক্ষায় ১৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন।
বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১ হাজার ৪ জন ছাত্রী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৬ শতাংশ।
এছাড়া বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ২৩৯ জন এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমবিএইচ/আরএইচ/এএসআর