ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

খুবি শিক্ষক সমিতির নির্বাচনে স্বাধীনতা শিক্ষক পরিষদের জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
খুবি শিক্ষক সমিতির নির্বাচনে স্বাধীনতা শিক্ষক পরিষদের জয় প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান ও প্রফেসর ড. মো. সারওয়ার জাহান

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতা শিক্ষক পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের   প্রধানের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. আব্দুল জব্বার।

নির্বাচনে ৩৫৫ জন ভোটারের মধ্যে ২৯২ জন ভোট দেন। নির্বাচনে ১৬২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন মনোনীত প্রার্থী প্রফেসর ড. মো. আশরাফুল আলম পেয়েছেন ১১৩ ভোট। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মো. সারওয়ার জাহান। তিনি পেয়েছেন ১৬৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রফেসর ড. মো. নাজমুস সাদাত পেয়েছেন ১০৭ ভোট।

এছাড়া, স্বাধীনতা শিক্ষক পরিষদ মনোনীত প্যানেলের অপর নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. আশিষ কুমার দাশ, কোষাধ্যক্ষ মো. এনামুল হক, প্রচার সম্পাদক ড. নিহার রঞ্জন সিংহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান কামাল। প্যানেলের সদস্যরা হলেন আরিফুল ইসলাম, তুহিন রায়, রহিমা নুসরত রিম্মি, মেহেদী হাসান, প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান, মোল্লা শফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।