ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

ইবিতে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু ১৩ সেপ্টেম্বর

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
ইবিতে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু ১৩ সেপ্টেম্বর

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।



মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, অনুষদীয় ডিনসহ ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

পূর্বের ন্যায় এ বছরও টেলিটকের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহের আবেদন করা যাবে। এ বছর ১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফরমের মূল্য ৪০০ টাকা এবং সার্ভিস চার্জ ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।