ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

ইবির পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে হামলা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
ইবির পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে হামলা

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফলাফল প্রকাশের আগেই আইন বিভাগের এক ছাত্রীর ফলাফল দেখতে গিয়ে ব্যর্থ হওয়ায় বুধবার (২৬ আগস্ট) দুপুরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়।



সূত্র জানায়, ইবির সাবেক ছাত্র ও চাকরি প্রত্যাশী মোহাম্মাদ আলী শিমুল ফলাফল প্রকাশিত হওয়ার আগেই আইন বিভাগের এক ছাত্রীর ফলাফল দেখতে যান। ফলাফল তৈরি হলেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্বাক্ষর না হওয়ায় তা দেখাতে অপারগতা প্রকাশ করেন দায়িত্বে থাকা সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা পিন্টু লাল দত্ত।

এতে ক্ষিপ্ত হয়ে পাশের কক্ষের উচ্চমান সহকারী মাহামুদা খানমকে সরিয়ে রেজাল্টের নথি রাখা আলমারিতে ধাক্কা মারতে থাকেন শিমুল। এ সময় ভয়ে মাহামুদা খানম উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের অফিসে গিয়ে আশ্রয় নেন।

ঘটনা জানতে পেরে উপাচার্য ঘটনাস্থলে প্রক্টর অধ্যাপক ড. ত ম লোকমান হাকিমকে পাঠান। লোকমান হাকিম ঘটনাস্থলে ইবি থানা পুলিশ নিয়ে হাজির হলেও কাউকে আটক করতে পারেন নি।

এ বিষয়ে কর্মকর্তা পিন্টু লাল দত্ত বলেন, রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি। তাই শিমুলকে রেজাল্ট দেখাতে অস্বীকৃতি জানাই। এতে ক্ষেপে গিয়ে আলমারিতে ধাক্কাতে থাকেন শিমুল।

অভিযোগ অস্বীকার করে মোহাম্মাদ আলী শিমুল বলেন, আমি রেজাল্ট আনতে গিয়েছিলাম। তবে আলমারিতে ধাক্কানোর মতো কোনো ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ত ম লোকমান হাকিম বলেন, লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।