ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

সেশনজট মুক্ত ক্যাম্পাসের দাবিতে ইবি ছাত্রলীগের স্মারকলিপি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
সেশনজট মুক্ত ক্যাম্পাসের দাবিতে ইবি ছাত্রলীগের স্মারকলিপি

ইবি: সেশনজট নিরসন, সান্ধ্যকালীন কোর্স বন্ধ ও নতুন বিভাগ চালুসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

রোববার (৩০ আগস্ট) দুপুর দুইটায় উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের কাছে এই স্মারকলিপি দেন তারা।

এ সময় সেখানে উপ- উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে স্মারকলিপি দেওয়ার সময় ছাত্রলীগের পক্ষ থেকে ইবি ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতুসহ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হল:
১. শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়া নিশ্চিতকরণ, ২. সেশনজট মুক্ত ক্যাম্পাস গড়া, ৩. সান্ধ্যকালীন কোর্স বন্ধ করা ৪. নতুন বিভাগ চালু করা ও ৫. শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা।
এসব দাবি মেনে না নিলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।