ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর মাজারে বশেমুরবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা

তন্ময় বিশ্বাস, বশেমুরবিপ্রবি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
বঙ্গবন্ধুর মাজারে বশেমুরবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা

গোপালগঞ্জ: জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ঘোষিত পাঁচদিনের কর্মসূচির শেষদিনে সোমবার (৩১ আগস্ট) দুপুরে টুঙ্গীপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।



এর আগে সকাল ১১টার দিকে ক্যাম্পাস থেকে তিনটি বাস ও মাইক্রোবাসে করে টুঙ্গীপাড়ায় জাতির জনকের মাজারে পৌঁছান বশেমুরবিপ্রবি‘র শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেত‍ৃত্বে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন তারা।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।