ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

বাকৃবির নিয়োগ বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
বাকৃবির নিয়োগ বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ বাতিলের সিদ্ধান্ত ৪ মাসের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া ওই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না আগামী ৪ সপ্তাহের মধ্যে তার জবাব চেয়ে রুল জারি করেন আদালত।



সোমবার (৩১ আগস্ট) এ বিষয়ে রিট আবেদনের শুনানি শেষে
হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, বাকৃবির তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ বাতিলের যে সিদ্ধান্ত হয়েছে তা ৪ মাসের জন্য স্থগিত করে কর্মচারীদের কাজে বহালের নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, বাকৃবি উপাচার্য, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, অ্যাডিশনাল রেজিস্ট্রার ও বাছাই কমিটিকে ওই রুলের জবাব দিতে বলা হয়।

এরআগে ২০১৩ সালের ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর মাসে ২ দফায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৮৭ পদে লোকবল নিয়োগের লক্ষে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

পরে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ২৮৭ পদের বিপরীতে মোট ৩১৩ জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগকৃত কর্মচারীরা প্রায় ৬ মাস চাকরির পর গত ১৯ আগস্ট তাদের নিয়োগ বাতিল করে বাকৃবি কর্তৃপক্ষ। এতে কর্মচারীদের পক্ষে গত ৩০ আগস্ট হাইকোর্টে পৃথক ২টি রিট করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।