ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

রাবিতে ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি বিষয়ক কর্মশালা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
রাবিতে ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি’ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে।   
  
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

 
  
এ সময় রাবি উপাচার্য বলেন, ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি শুধু তাৎক্ষণিক চাহিদা মেটাতে ব্যবহৃত হয় না। ভবিষ্যতের চাহিদা পূরণেও সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এ প্রযুক্তি।   
 
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক আবু জাফর তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ।   
  
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- জাপানের ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি বিশেষজ্ঞ ড. হিদেমিৎসু ফুরুল্কাওয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কর্মশালার আহ্বায়ক ড. হাসানাত কবীর।  
  
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় জাপানের দু’জন বিশেষজ্ঞ ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকজন বিশেষজ্ঞ আলোচক অংশ নিয়েছেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশ নিয়েছেন এ কর্মশালায়।  
  
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।