ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

আবেদন শুরু ১ অক্টোবর

পরীক্ষা ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
পরীক্ষা ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি

ঢাকা: প্রথমবারের মতো পরীক্ষা ছাড়াই ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ঘোষণা অনুযায়ী ১ অক্টোবর থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।



রোববার (০৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম চালু নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি ২০১৮ সালের মাঝামাঝি বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজট মুক্ত করা হবে।

এরই ধারাবাহিকতায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়ার সূচি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, এবারই প্রথম কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এসএসসি ও এইচএসসি এর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।  

সেশনজট কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস চলতি বছরের ১ ডিসেম্বর থেকেই শুরু হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি নির্দেশিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।