ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে কনসার্ট ফর চিশতি-নাসের

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
নোবিপ্রবিতে কনসার্ট ফর চিশতি-নাসের

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (নোবিপ্রবি) ক্যান্সার আক্রান্ত দুই শিক্ষার্থী আবু নাসের ও সাইফ আল চিশতির চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে কনসার্টের আয়োজন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘কনসার্ট ফর হিউম্যানিটি’ নামে এ কনসার্ট শুরু হবে।

এর টিকিট মূল্য ৫০ টাকা।

কনসার্টে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ল্যাম্প পোস্ট, প্রতিধ্বনি এবং ব্যান্ডদল ২০১, ডাকটিকেট, চিলেকোঠা ও বাঙ্গাল বিনা পারিশ্রমিকে বিভিন্ন গান পরিবেশন করবে।

আয়োজক কমিটির পক্ষে ল্যাম্প পোস্টের সভাপতি শিপনুল ইসলাম বাংলানিউজকে জানান, কনসার্টের টিকিট বিক্রি করে নাসের ও চিশতির জন্য বড় অংকের তহবিল সংগ্রহের আশা করছেন তারা।

নোবিপ্রবির ফামের্সি সপ্তম ব্যাচের শিক্ষার্থী আবু নাসের ও ফিশারিজ তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সাইফ আল চিশতি গত ২ মাস ধরে কান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত ২ মাস বিভিন্নভাবে তহবিল সংগ্রহের মাধ্যমে চিশতি ও নাসেরকে সহায়তা করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।