ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

রাবিতে শিক্ষকদের কর্মবিরতি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
রাবিতে শিক্ষকদের কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: অষ্টম পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণসহ চার দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা।

শিক্ষক সমিতির ব্যানারে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রতিবাদ র‌্যালি বের করেন শিক্ষকরা।

র‌্যালিটি সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে  বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, সরকার আমাদের সঙ্গে সিলেকশন গ্রেডে বৈষম্যমূলক আচরণ করছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাব।
 
সমাবেশে বক্তারা আরও বলেন, অষ্টম পে-স্কেলে সচিব কমিটি যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অগ্রাহ্য করা হয়েছে।
 
সমাবেশে রাবি শিক্ষক সমতির সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাতিল সিরাজসহ প্রায় তিনশ শিক্ষক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।