ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তি

নগরকান্দায় আনন্দ মিছিল ও শিক্ষক সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
নগরকান্দায় আনন্দ মিছিল ও শিক্ষক সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্ত করায় জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ফরিদপুরের নগরকান্দায় আনন্দ মিছিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরকান্দা উপজেলা পরিষদ এলাকা থেকে আনন্দ মিছিল বের করেন শিক্ষকরা।



মিছিল শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে শিক্ষক সমাবেশে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আজিজ, নগরকান্দা পৌরসভার মেয়র রায়হান উদ্দিন মাস্টার, নগরকান্দা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তরুণ মণ্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।
 
বক্তারা বলেন, জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্ত করে শিক্ষকদের সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।