ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

সাক্ষরতা দিবসে ফরিদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
সাক্ষরতা দিবসে ফরিদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ফরিদপুর: শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে যায়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সাক্ষরতা আর দক্ষতা টেকসই সমাজের মূলসূত্র’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রশিদ।

বক্তারা বলেন, সাক্ষরতা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যে দেশের মানুষ যতো শিক্ষিত সে দেশ ততো উন্নত। তাই যেকোনো মূল্যে আমাদের শতভাগ সাক্ষরতা অর্জন করতে হবে।

আলোচনায় অংশ নেন ইউপি চেয়ারম্যান ইখতিয়ার মোহাম্মদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল, উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা নিলুফার চৌধুরী, ব্র্যাকের জাহাঙ্গীর আলম, আজহারুল ইসলাম, আনম ফজলুর হাদী, বিপ্লব কুমার মালো, নাজমা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।