ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার সকালে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ঢাবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার সকালে

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনলাইনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)।

ওইদিন সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।


এসময় তিনি আবেদন প্রক্রিয়ার সার্ভার বন্ধ করবেন। পরে আর কারও আবেদনের সুযোগ থাকবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট ও জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ১০ অক্টোবর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১৭ অক্টোবর শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর ২০১৫ শুক্রবার অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯,২০১৫
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।