ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে ইউজিসি চেয়ারম্যানের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে ইউজিসি চেয়ারম্যানের সাক্ষাৎ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলককের সাথে তাঁর আবাসিক কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ সাক্ষাৎকালে তাঁরা উচ্চশিক্ষার বিভিন্ন দিক বিশেষ করে উচ্চশিক্ষার উৎকর্ষতা, শিক্ষার গুণগতমান বৃদ্ধি, একাডেমিক সহযোগিতা, ক্রসবর্ডার হায়ার এডুকেশন এবং সহযোগিতামূলক গবেষণা কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

এ সময় ইউজিসি সদস্য আখতার হোসেন উপস্থিত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান এ মাসের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব কথা জানিয়েছে ইউজিসি।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এমআইএইচ/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।