ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি’র ওয়েবসাইট সচল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
ঢাবি’র ওয়েবসাইট সচল

ঢাকা বিশ্ববিদ্যালয়: হ্যাকার গ্রুপ সাইবার-৭১ হ্যাক করার পর আবারও সচল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওয়েবসাইট (http://www.du.ac.bd)।
 
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে ওয়েবসাইটটি।


 
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনে ঢাবি চুপ রয়েছে এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হ্যাক করা হয়। এরপর ঢাবি’র বিভিন্ন বিভাগ ও সংশ্লিষ্ট সেক্টরের বিশেষজ্ঞদের সহায়তায় তা উদ্ধারের চেষ্টা চলে। শুক্রবার দুপুর নাগাদ তা আবার স্বাভাবিক হতে হতে শুরু করে।
 
শুক্রবার দুপুরে ঢাবির ওয়েব মাস্টার মোশতাক আহমেদ বাংলানিউজকে বলেন, গতকাল রাত থেকেই আমরা এ বিষয়ে এক্সপার্টদের নিয়ে কাজ শুরু করি। এখন ওয়েবসাইটটি অনেকটা সচল হয়েছে। তবে এখনো পুরোপুরি ঠিক করতে কাজ চলছে।
 
ওয়েবসাইটের কোনো তথ্য খোয়া যায়নি বলেও নিশ্চিত করেন তিনি।
 
ভবিষ্যতে যাতে কোনো হ্যাকার গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করতে না পারে সেজন্য উচ্চ নিরাপত্তা নিশ্চিতেও কাজ চলছে বলে তিনি জানান।
 
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসএ/আরএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।