ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভ্যাট প্রত্যাহারের দাবি

তিনদিন ক্লাস বর্জন স্ট্যামফোর্ড শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
তিনদিন ক্লাস বর্জন স্ট্যামফোর্ড শিক্ষার্থীদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টিউশন ফি’র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর ধানমণ্ডি ১৫ নম্বরে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তারা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।



ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শান্তনু বিশ্বাস বাংলানিউজকে বলেন, আমরা ভ্যাটের বিরুদ্ধে। ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা তিনদিন ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রতিদিন ক্যাম্পাসের ‍সামনে জড়ো হয়ে বিক্ষোভ করার কথা জানান তিনি।

এর আগে তারা ক্যাম্পাসের ভেতরে সভা করে ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেন।

এ তিনদিনের মধ্যে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া হলে তারা রাস্তায় নেমে আন্দোলনে বাধ্য হবেন বলেও ‍জানান শান্তনু।

এর আগে নর্দান ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা ধানমণ্ডি ১৫ নম্বরে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন। তবে এক মিনিটের মধ্যে রাস্তা থেকে সরে যান তারা।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হেলালউদ্দিন বলেন, এটা শিক্ষার্থীদের আন্দোলন। তারাই বুঝবেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসজেএ/জেডএস/এএসআর

** সড়কে শিক্ষার্থীদের অবস্থানের চেষ্টা, পুলিশের বাধা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।