ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে নোয়াখালীতে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে নোয়াখালীতে মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: বিতর্কিত মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ঢাকায় মেডিকেলে ভর্তিচ্ছুদের ওপর পুলিশি হামলার ঘটনার বিচারের দাবি করা হয়।



বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর ১২টায় শহরের মাইজদী টাউন হল মোড় থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিমের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা শাখার আহ্বায়ক বিটুল তালুকদার, সদস্য জহির উদ্দিন প্রমুখ।

বক্তারা অবিলম্বে ছাত্র ফ্রন্ট নেতা সালমানসহ আটক শিক্ষার্থীদের মুক্তি, হামলাকারী পুলিশের বিচার ও পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।