ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবস পুরস্কার পেলেন ঢাবি উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বিশ্ব শিক্ষক দিবস পুরস্কার পেলেন ঢাবি উপাচার্য ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: দেশের  শিক্ষা ও গবেষণা উন্নয়নে বিশেষ অবদানের জন্য ‘বিশ্ব শিক্ষক দিবস অ্যাওয়ার্ড-২০১৫’ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোমবার (০৫ অক্টোবর ২০১৫ ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্যের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



বিশ্ব শিক্ষক দিবস-২০১৫ জাতীয় উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।    

শিক্ষক-কর্মচারী জাতীয় ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যাপক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন-এর সহ-সভাপতি রাশেদা কে. চৌধুরী এবং ইউনেস্কো বাংলাদেশের অফিসার ইনচার্জ কিচি ওয়্যায়েসু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাবি উপাচার্য ছাড়াও দেশের আরও সাতজন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ব শিক্ষক দিবস অ্যাওয়ার্ড- ২০১৫ লাভ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এসএ/এএ       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।