ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রাজশাহী: ‘শিক্ষকের ক্ষমতায়নই টেকসই সমাজ গঠনের ভিত্তি’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফর্মেসি বিভাগ ও ফার্মা বিএ অনুষ্ঠানের আয়োজন করে।


 
এ সময় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য এবং উপদেষ্টামণ্ডলীকে চাদর পরিয়ে ও সব শিক্ষকদের শুভেচ্ছা কার্ড দিয়ে সম্মানিত করেন।
 
এদিন সন্ধ্যায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার মোহাম্মদ ফরিদউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। শিক্ষকদের অবদান স্মরণ করে এই দিবসটি পালন করছে বিশ্বের প্রায় ১০০টি দেশে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।