ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নকল করায় শাবিপ্রবি ছাত্রলীগকর্মীকে বহিষ্কারের সুপারিশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
নকল করায় শাবিপ্রবি ছাত্রলীগকর্মীকে বহিষ্কারের সুপারিশ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান  বিভাগে অধ্যয়নরত সাখাওয়াত হোসেন নামে এক ছাত্রলীগকর্মীকে পরীক্ষায় নকল করায় বহিষ্কারের সুপারিশ করেছে সংশ্লিষ্ট বিভাগ।

সাখাওয়াত নৃবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী এবং শাবিপ্রবি শাখার ছাত্রলীগকর্মী।



নৃবিজ্ঞান বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সকালে বিভাগের ৩/২ ব্যাচের এএনপি-৩৬৫ কোর্সের পরীক্ষা দিতে যান সাখাওয়াত। এসময় পরীক্ষা কক্ষে দায়িত্বরত শিক্ষকরা তাকে নকলসহ ধরেন।  

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের প্রধান একেএম মাযহারুল ইসলাম জানান, সাখাওয়াত নামের এক শিক্ষার্থী ৩/২ ব্যাচের একটি কোর্সে পরীক্ষা দিতে এসে নকল করে। আমরা তার উত্তরপত্র ও নকল সংযুক্ত করে কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তারা এখন ব্যবস্থা নেবে।
তবে নকলের বিষয়ে অস্বীকার করে সাখাওয়াত হোসেন বলেন, এটি নকল নয়। একটু ভুল বোঝাবুঝির সৃস্টি হয়েছে মাত্র।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, কেউ যদি অসদুপায় অবলম্বন করে, তবে প্রশাসনের উচিত তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। ছাত্রলীগের নাম ভাঙিয়ে কোনো অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।