ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

গ্রিন ইউনিভার্সিটিতে নবীন বরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
গ্রিন ইউনিভার্সিটিতে নবীন বরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ফল-২০১৫ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গ্রিন অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির।

নবীন বরণ অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রার লে. কর্নেল মো. আলী আম্বিয়াল হক খান (অব.) শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. শহীদ উল্লাহ, গ্রিন বিজনেস স্কুলের প্রফেসর ড. গাজী মাহাবুবুল আলম ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কেএম ওয়াজেদ কবির।

উপাচার্য গোলাম সামদানী ফকির শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা নিশ্চয়ই নিজেদের ভালবাসো, বাবা-মাকে ভালবাসো এবং এ দেশকে ভালবাসো। যদি এসব ভালোবাসা থাকে তবে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। পাশাপাশি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সজাগ থাকতে হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএমকে নাজমুল হকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।