ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
বঙ্গবন্ধু বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০১৫।

বুধবার (০৭ অক্টোবর) বিকেল ৪টায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি শুরু হয়।

ম্যাচে গণিত বিভাগের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে অর্থনীতি বিভাগ।

উত্তেজনাপূর্ণ খেলায় কেবলই ভাগ্যের কাছে পরাজিত হলো অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে একমাত্র গোলে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গণিতের ছাত্ররা।

খেলার প্রথমার্ধ গোল শূন্য ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার চিত্র পুরো পাল্টে যায়। দু’দল একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত গণিত বিভাগ গোল আদায়ে সক্ষম হয়।

ম্যাচ শেষে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মো. নাসিরউদ্দিন চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।