ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি শিক্ষকদের আন্দোলন স্থগিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
শাবিপ্রবি শিক্ষকদের আন্দোলন স্থগিত

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুইয়ার অপসারণ দাবিতে দীর্ঘ পাঁচমাসব্যাপী চলা আন্দোলন সাময়িক স্থগিত করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) আন্দোলনকারীদের মুখপাত্র অধ্যাপক সৈয়দ সামসুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।



ড. সামসুল আলম জানান, তাদের গ্রুপের মিটিংয়ে আপাতত আন্দোলন সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাস-পরীক্ষা তারা আগের মতোই নিয়মিতভাবে চালিয়ে যাবেন।

তবে তাদের প্যানেলের কোনো সদস্য উপাচার্যেও অধীনে ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না। এছাড়া খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরবে এ প্যানেলটি।

শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগ দাবিতে গত ১২ এপ্রিল থেকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা আন্দোলন করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।