ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
শাবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৫ উপলক্ষে ‘মানসিক সাস্থ্য মর্যাদাবোধ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় শহীদ জননী জাহানারা ঈমাম হলের দ্বিতীয় তলায় সেমিনার কক্ষে এ সেমিনার শুরু হয়।



শহীদ জননী জাহানারা ঈমাম (প্রথম ছাত্রী হল) ও বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল যৌথভাবে এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনা পারভীন, সহযোগী অধ্যাপক শরীফা ইয়াসমীন, শহীদ জননী জাহানারা ঈমাম হলের সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক তাহমিনা ইসলাম সেবা, সহকারী অধ্যাপক মাহমুদা শারমীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।