ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে ৩ দিনব্যাপী র‌্যাগ উৎসব

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
নোবিপ্রবিতে ৩ দিনব্যাপী র‌্যাগ উৎসব

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ৬ষ্ঠ ব্যাচের তিন দিনব্যাপী র‍্যাগ উৎসব শুরু হচ্ছে সোমবার (১২ অক্টোবর)।  
 
এ উৎসব চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

এতে ২০১০-১১ সেশনের (৬ষ্ঠ ব্যাচের) সাতটি বিভাগের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নিবে।
 
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান র‍্যাগ উৎসবের উদ্বোধন করবেন।
 
প্রথম দিনে (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠান সূচীতে থাকছে- সকাল সাড়ে ১০টায় র‍্যালি, বেলা ১১টায় ট্রাক ভ্রমণ, বিকেল সাড়ে ৩টায় ছবি তোলা ও ঘুড়ি উৎসব এবং সন্ধ্যা ৬টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
দ্বিতীয় দিনে (১৩ সেপ্টেম্বর) থাকছে- সকাল ১০টায় বৃক্ষরোপণ, বেলা সাড়ে ১১টায় স্বেচ্ছায় রক্তদান এবং বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
শেষদিনের (১৪ অক্টোবর) বেলা ১১টায় অটোগ্রাফ সংগ্রহ, দুপুর ১২টায় র‍্যাগ মেলা এবং বিকেল ৩টায় কনসার্ট অনুষ্ঠিত হবে।
 
কনসার্টে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড দল আর্টসেল, শিরোনামহীন, বে অব বেঙ্গল, ইনসাইড ইউ গান পরিবেশন করবে। উৎসবে স্পন্সর হিসেবে থাকছে মজো।
 
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।