ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ১১৩ ভর্তিচ্ছু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
জাবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ১১৩ ভর্তিচ্ছু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে গড়ে ১১৩ জন ভর্তিচ্ছু। আগামী ২৫ অক্টোবর ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ৫ নভেম্বর পর্যন্ত।



সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোবাইল ফোনে প্রায় দুই হাজার আসনের বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ২৬ হাজার ৪১২ জন ভর্তিচ্ছু।

তবে ইউনিটভিত্তিক আসনপ্রতি ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যায় পার্থক্য হতে পারে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ওও/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।