ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের কোর্ট পরিদর্শন

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের কোর্ট পরিদর্শন

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা জেলা জজ কোর্ট ও ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন করেছে।

 বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় তারা কোর্টে পৌঁছায়।

  

এসময় শিক্ষার্থীরা বেশ কিছু এজলাস ঘুরে ঘুরে বিচার প্রক্রিয়া দেখে।

আইন বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী শেফাইয়েতুল ইসলাম বলেন, এটা আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের দিন। বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় শেষ পথে আমরা। আর কিছু দিনের মধ্যে ক্যাম্পাস থেকে চলে যাবো। তবে এরকম অভিজ্ঞতা আমাদের আগে দরকার ছিল।

আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আলম জানান, কোর্ট পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আইন পেশার বাস্তবিক একটা ধারণা জন্মাবে, যা তাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সামনের দিনগুলোতে সহায়তা করবে।

এসময় আইন বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থীসহ বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আলম, প্রভাষক ফারাহ ইকবাল ও প্রভাষক মঞ্জুরুল হাসান উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।