ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত গ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
 
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট ৫৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হয়।

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরের ১০টি কেন্দ্র রয়েছে।

এ বছর এ অনুষদের এক হাজার ১৭০টি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৩৭ জন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার কেন্দ্র থেকে একই রোল নম্বরের দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদেরকে প্রক্টরের কক্ষে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
পিসি/

** ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।