ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর সমাধিতে মাধ্যমিক স্কুল শিক্ষকদের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
বঙ্গবন্ধুর সমাধিতে মাধ্যমিক স্কুল শিক্ষকদের শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাধ্যমিক মডেল স্কুলের শিক্ষকরা।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন দেশের ৩১৫টি মাধ্যমিক মডেল স্কুলের দেড় সহস্রাধিক শিক্ষক।



পরে সমাধি সৌধ কমপ্লেক্সের পাশের মাঠে মো. বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, মাধ্যমিক মডেল স্কুল সমিতির সভাপতি সুধাংশু শেখর তালুকদার, সাধারণ সম্পাদক মীর আব্দুল হান্নান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।