ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

রাবিতে প্রতি আসনে লড়বে ৩৪ জন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
রাবিতে প্রতি আসনে লড়বে ৩৪ জন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-২০১৬ স্নাতক  (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আগামী ২৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত।

সোমবার (১৯ অক্টোবর) রাবির কম্পিউটার সেন্টারের প্রশাসক প্রফেসর মো. খাদেমুল ইসলাম মোল্যা বাংলানিউজকে এ তথ্য জানান।

এ বছর বিশেষ কোটাসহ মোট ৪ হাজার ৭২২টি আসনের বিপরীতে ১ লাখ ৬০ হাজার ৬৮২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে কলা অনুষদে (এ ইউনিট) ৯৪১ আসনের বিপরীতে ১৯ হাজার ৫১৯টি, আইন অনুষদে (বি ইউনিট) ২০০ আসনের বিপরীতে ১৬ হাজার ৪১১টি, বিজ্ঞান অনুষদে (সি ইউনিট) ৬৬০ আসনের বিপরীতে ২৩ হাজার ৩২৬টি, বিজনেস স্টাডিজ অনুষদে (ডি ইউনিট) ৫২০ আসনের বিপরীতে ২০ হাজার ৫১৭টি, সামাজিক বিজ্ঞান অনুষদে (ই ইউনিট) ৯৯৮ আসনের বিপরীতে ২৫ হাজার ৫৬৩টি, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে (এফ ইউনিট) ৪৪৫ আসনের বিপরীতে ১৮ হাজার ২০৬টি, কৃষি অনুষদে (জি ইউনিট) ২১২ আসনের বিপরীতে ১১ হাজার ৭৮৭টি, প্রকৌশল অনুষদে (এইচ ইউনিট) ২৭২ আসনের বিপরীতে ২৩ হাজার ২০৭টি এবং চারুকলা অনুষদে (আই ইউনিট) ১২০ আসনের বিপরীতে ২০ হাজার ৯৩টি আবেদন জমা পড়েছে।

আবেদনকারীরা আগামী ২৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ru.ac.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্রে পরীক্ষার তারিখ, সময়, স্থানসহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে।

চলতি শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গত ১ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর রাত ১২টায় শেষ হয়। আগামী ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছর মোট ৩ হাজার ৮২৮টি আসনের বিপরীতে ১ লাখ ৬৫ হাজার ৫৯৬টি আবেদন জমা পড়েছিল।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।