ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

রুয়েটে মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল বিষয়ক কনফারেন্স শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, ডিসেম্বর ১০, ২০১৫
রুয়েটে মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল বিষয়ক কনফারেন্স শুক্রবার

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইএমই ২০১৫) বিষয়ক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক জিএম মর্ত্তুজা বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান।



এদিন সকাল ৯টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে কনফারেন্সের উদ্বোধন করবেন মালয়েশিয়ার ইসলামী ইউনির্ভাসিটি’র প্রফেসর ড. এম. এন. এ. হাওলাদার।

উদ্বোধনী অনুষ্ঠানে চিফ পেট্রন হিসেবে উপস্থিত থাকবেন রুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বেগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চীনের হারবিন ইনস্টিটিউন অব টেকনোলজি’র (এইচআইটি) প্রফেসর ড. মো.মাহবুব আলম এবং রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. নীরেন্দ নাথ মুস্তাফী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কনফারেন্স আয়োজন কমিটির চেয়ারপারসন প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

রুয়েটের যন্ত্রকৌশল অনুষদ আয়োজিত তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সে বিভিন্ন দেশের মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ও মেটেরিয়াল বিষয়ক শিক্ষাবিদ, গবেষক ও প্রযুক্তিবিদরা অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।