ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

আইইউবিতে কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের উদ্বোধন

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আইইউবিতে কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’র (আইকিউএসি) উদ্বোধন হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা ক্যাম্পাসে এর উদ্বোধন হয়।



এ উপলক্ষে আয়োজিত কর্মশালায় গবেষণাপত্র উপস্থাপন করেন কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, কোয়ালিটি অ্যাসুরেন্স স্পেশালিস্ট অধ্যাপক ড. আবুল কাশেম ও অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী।

এছাড়া আইইউবি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক এস ওমর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মিলান প্যাগন ও আইকিউএসি’র পরিচালক ড. মাহবুব আলম কর্মশালায় বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।