ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক শাদাত উল্লা।
এরপর উপাচার্যের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় কৃষিতত্ত্ব বিভাগের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভলিবল খেলা, ছাত্রীদের পিলো পাসিং ও হাড়িভাঙা এবং ছাত্রদের ২০০ মিটার দৌড় ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণকারী সবাইকে স্মারক হিসেবে বিশ্ববিদ্যালয়ের লোগো ও জাতির জনকের ছবি সম্বলিত মগ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
জেডএস