শাবিপ্রবি: মহান বিজয় দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সমাপ্ত হয়েছে।
শাবিপ্রবি প্রেসক্লাব আয়োজিত ‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিনে দর্শনার্থীদের ঢল নামে।
প্রদর্শনী দেখতে ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত হন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিহা তাসনীম বাংলানিউজকে বলেন, শাবি প্রেসক্লাবের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জনে সংবাদপত্রের ভূমিকা সম্পর্কে জানতে পেরেছি।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী মিজান বাংলানিউজকে বলেন, প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ কালীন কিছু পত্রিকার অংশ আমরা দেখতে পেয়েছি। এর মাধ্যমে আমরা জানতে পেরেছি দেশ স্বাধীন হওয়ার পেছনে সংবাদ মাধ্যমের কি ভূমিকা ছিল।
প্রদর্শনীতে স্থান পাওয়া উল্লেখযোগ্য পত্রিকাগুলোর মধ্যে রয়েছে- ইত্তেফাক, সংবাদ, জয়বাংলা, আজাদ, দৈনিক পাকিস্তান, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ইভেনিং বুলেটিন, নিউজউইকসহ আরো কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদপত্র।
শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবাল বাংলানিউজকে বলেন জানান, এ আয়োজনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। নতুন প্রজন্মকে উৎসাহিত করতে আমাদের এ আয়োজন কাজে লাগবে বলে আশা করি।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এমজেড