ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি ও অনুমতিপ্রাপ্ত ৩১টি মাদরাসায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ফাজিল অনার্স প্রথম বর্ষের ভর্তির প্রাথমিক আবেদনপত্র  গ্রহণ ও জমাদানের সময় ২০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
 
ফাজিল অনার্সে ভর্তিচ্ছু সকল ছাত্র-ছাত্রীর ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী সংশ্লিষ্ট মাদরাসা এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


 
সংশ্লিষ্ট মাদরাসাসমূহ হলো: ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া, দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, কাদেরীয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা ও তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা।
 
চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, রাঙ্গুনীয়া আলমশাহ্‌পাড়া কামিল মাদরাসা, কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসা, নেছারিয়া কামিল মাদরাসা, দারুল উলুম কামিল মাদরাসা, ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসা ও চট্টগ্রামের ছোবহানিয়া কামিল মাদরাসা।
 
সিলেটের সরকারি আলিয়া মাদরাসা, বাদে দেওরাইল ফুলতলী কামিল মাদরাসা ও হযরত শাহ্জালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা।
 
কক্সবাজারের ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা ও আদর্শ মহিলা কামিল মাদরাসা।
 
রাজশাহীর মদিনাতুল উলুম কামিল মাদরাসা, রংপুরের ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম কামিল মাদরাসা, নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসা, পাবনা কামিল মাদরাসা, জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদরাসা, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসা, দিনাজপুরের ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসা, সিরাজগঞ্জের উল্লাপাড়া কামিল মাদরাসা, গাজীপুরের শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসা, খুলনা কামিল মাদরাসা, ঝালকাঠী এন.এস. কামিল মাদরাসা, কিশোরগঞ্জের হয়বতনগর এ.ইউ. কামিল মাদরাসা, নেত্রকোনার এন, আকন্দ কামিল মাদরাসা, চাঁদপুরের ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা ও কুষ্টিয়ার কুওয়াতুল ইসলাম কামিল মাদরাসা।
 
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।