ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
জাবি শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবং বেতন-বৈষম্য দূরীকরণ ও মর্যাদা রক্ষার দাবিতে আগামী ২৮ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।

রোববার (২৭ ডিসেম্বর) জাবি শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়।



শিগগিরই এ সব ‘অসঙ্গতি’ দূর করে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখা হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হলে উদ্ভুত যে কোনো পরিস্থিতির জন্য শিক্ষকরা কোনো দায়ভার নেবেন না।   প্রয়োজনে আগামী ৩ জানুয়ারি জাবি শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা আহ্বান করে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।