ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমানদের ভর্তি শুরু

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
বঙ্গবন্ধু বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমানদের ভর্তি শুরু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ‘এ’, ‘বি’, ‘ই’ এবং ‘এফ’ ইউনিটে অপেক্ষমানদের তালিকা থেকে ভর্তি শুরু হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভর্তি কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।



বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ৫২টি, ‘বি’ ইউনিট ৯৫টি, ‘ই’ ইউনিট ১৫৫টি এবং ‘এফ’ ইউনিট ১২৫টি আসন ফাঁকা থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

এ বছর বশেমুরবিপ্রবিতে সাতটি অনুষদের ২০টি বিভাগে এক হাজার ৪শ’ ৩০ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।

বাংলাদেশ সময় : ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।