ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে পাস ৯২.৫১ শতাংশ, জিপিএ-৫ ২০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
কুমিল্লা বোর্ডে পাস ৯২.৫১ শতাংশ, জিপিএ-৫ ২০ হাজার

কুমিল্লা: কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৫১ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে মোট ২০ হাজার ৭৪৭ জন।

তবে পাসের দিক দিয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, 
এ বছর পরীক্ষার্থী বাড়লেও কমেছে পাসের হার ও শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

এ বছর ২ লাখ ৪১ হাজার ৫৪১ জন জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পাশ করেছে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৯৫ হাজার ২৫৯ জন ও ছাত্রী ১ লাখ ২৮ হাজার ১৯৪ জন।

এদিকে, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। জিপিএ-৫ ২০ হাজার ৭৪৭ জনের মধ্যে ছাত্র ৮ হাজার ৮২ জন ও ছাত্রী ১২ হাজার ৬৬৫ জন।

অপরদিকে, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৪৫টি। গত বছরের তুলনায় যা কমেছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।