ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

লক্ষ্মীপুরে পিএসসি’তে পাসের হার ৯৮.৩২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
লক্ষ্মীপুরে পিএসসি’তে পাসের হার ৯৮.৩২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৮.৩২। এর মধ্যে ছেলে ৯৮.২৪ ও মেয়ে বালিকা ৯৮.৩৮।

জিপিএ-৫ পেয়েছে ১৬০৮ জন।

রামগঞ্জ উপজেলা ৬৩৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে জেলায় এগিয়ে। পাসের হার বেশি রায়পুর উপজেলায় ৯৯.৮৫।

ইবতেদায়ীতে পাসের হার ৯৫.০৬। ছেলে ৯৫.৩৬ ও মেয়ে ৯৪.২৪। জিপিএ-৫ পেয়েছে ১০০জন। সদর উপজেলায় ৬০ জন জিপিএ-৫ পেয়েছে। ইবতেদায়ীতেও রায়পুরে পাসের হার বেশি ৯৮.৭৭।

ফলাফলের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আজিজ বাংলানিউজকে জানান, লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ৮১ কেন্দ্রে পরীক্ষা হয়েছে। মোট ৪০ হাজার ৮৫৭ শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ২ হাজার ১৯৯জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।