ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশালে প্রাথমিকে পাস ৯৮.৩০ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
বরিশালে প্রাথমিকে পাস ৯৮.৩০ শতাংশ

বরিশাল: বরিশাল বিভাগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৮ দশমিক ৩০ শতাংশ ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এ হার ৯৭ দশমিক ৮৫ শতাংশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ তথ্য জানানো হয়।



এবার ৩ হাজার ৯০২ জন ছাত্র ও ৫ হাজার ৭৭৪ জন ছাত্রসহ মোট ৯ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ পেয়েছে।


এদিকে, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীর মধ্যে ১০৮ জন ছাত্র ও ৭২ জন ছাত্রীর মধ্যে ৪ জন ছাত্রী ও ১ ছাত্রী  জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে, এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩১৫ জন জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।