ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

সুনামগঞ্জে পাসের হার ৯৪.৭৬ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
সুনামগঞ্জে পাসের হার ৯৪.৭৬ শতাংশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: প্রাথমিক শিক্ষা সমাপনী  পরীক্ষায় সুনামগঞ্জে চলতি বছর পাসের হার ৯৪ দশমিক ৭৬ শতাংশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ঘোষিত ফলাফলে দেখা গেছে, জেলার ১১টি উপজেলার  মোট ৫৪ হাজার ৭৮১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এদের মধ্যে পাস করেছে ৫১ হাজার ৯২৫ জন।   এদের মধ্যে ২২ হাজার ৪৮৭ জন ছেলে এবং ২৯ হাজার ৪৩৮ জন মেয়ে।

এবার জিপিএ-৫ পেয়েছে ৯৮৬ জন। এর মধ্যে ৪৩৬ জন মেয়ে ও ৫৪৭ জন ছেলে।

সুনামগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।


বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।