ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন

ঢাকা: সেশনজট কমানোর নামে সিলেবাস শেষ না করেই তড়িঘড়ি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সম্মান তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পুরান ঢাকার জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

তাই জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত ২০১৬ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ পরীক্ষা কমপক্ষে দুই মাস পেছানোর দাবি করেন শিক্ষার্থীরা।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এক মানববন্ধনে এ দাবি জানান সরকারি কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মহানগর মহিলা কলেজের শতাধিক শিক্ষার্থী।

মানববন্ধনে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ফেরদৌস আরা এমিলি বলেন, গেল বছর (২০১৫) সেপ্টেম্বরের শেষের দিকে দ্বিতীয় বর্ষের ফল ঘোষণার মাত্র চার মাস পরে তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

এছাড়া, ডিসেম্বরে পরীক্ষার ফর্ম পূরণ করার সময় জানানো হয় প্রচলিত সাতটি কোর্সের সঙ্গে ‘অ্যপ্রোচ এন্ড মেথড অব ল্যাঙ্গুয়েজ টিচিং’ নামে নতুন একটি কোর্স যুক্ত করা হয়েছে। এ স্বল্প সময়ে আটটি কোর্সের পরীক্ষার প্রস্তুতি নেয়া সম্ভব নয় বলে জানান তিনি।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী উম্মে সারা, নিলয়, সাইফুল, সাদ্দাম, মনোরঞ্জন, মহানগর মহিলা কলেজের ইতি এবং কবি নজরুল সরকারি কলেজের জাকির প্রমুখ।

দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরআই


 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।