ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

জিপিএ ৫ জেএসসিতে বেড়েছে, কমেছে জেডিসিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
জিপিএ ৫ জেএসসিতে বেড়েছে, কমেছে জেডিসিতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৫ সালের জেএসসি-জেডিসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৭ হাজার ৫০২ জন শিক্ষার্থী। যা গত বছরের চেয়ে ৫০ হাজার ৫৫৭ জন বেশি।

এরমধ্যে ছাত্র ৮০ হাজার ৭৪৬ জন, ছাত্রী ১ লাখ ৬৭৫৬ জন।

২০১৪ সালে জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৩৬ হাজার ৯৪৫ জন।

বেশি জিপিএ ৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। সবচেয়ে কম পেয়েছে সিলেট বোর্ড।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি জিপিএ ৫ পাওয়া ঢাকা বোর্ডের শিক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ১০জন। পর্যায়ক্রমে পরের অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ডের জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ১৮৩ জন, কুমিল্লা ২০ হাজার ৭৪৭ জন, দিনাজপুর ১৯ হাজার ১৪৩ জন, যশোর ১৭ হাজার ৮৩১ জন, বরিশাল ১৩ হাজার ৪৬৪ জন, চট্টগ্রাম ১২ হাজার ২৬৮ জন, সিলেট ৪ হাজার ৯৫৬ জন।      

জেডিসিতে জিপিএ ৫ কম পেয়েছে ১০ হাজার ৫২৯ জন। এবছর পেয়েছে ৮ হাজার ৭৬১ জন। এরমধ্যে ছাত্র ৪ হাজার ৫৪৭জন, ছাত্রী ৪ হাজার ২১৪জন। ২০১৪ সালে জেডিসিতে জিপিএ ৫ পেয়েছিল ১৯ হাজার ২৯০ জন।
 
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জনের মধ্যে পাস করেছে ২০ লাখ ৯৮ হাজার ৮২ জন।

জেএসসিতে গড় পাসের হার ৯২.৩১। এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩৯ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭.৪৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৯২.৫১ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৯৫.৪৪ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৫.৪৮ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৯৭.২৬ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৯৩.৫৯ শতাংশ ও দিনাজপুর বোর্ডে পাসের হার ৯১.৫২ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।